ট্রায়াথলনে বড় ভাইয়ের ইতিহাস, ছোট ভাইয়ের রুপা

ট্রায়াথলনে অলিম্পিক শিরোপা ধরে রেখে অনন্য এক ইতিহাস গড়লেন যুক্তরাজ্যের অ্যালেস্টার ব্রাউনলি। তার পেছনে থেকে রুপা জিতেছেন ছোট ভাই জনি ব্রাউনলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 03:30 AM
Updated : 19 August 2016, 10:40 AM
তিন ডিসিপ্লিনের সম্মিলিত এই ক্রীড়ার শেষ অংশ ১০ কিলোমিটার দৌড়ের মাঝ পথে দুই বছরের ছোট জনিকে ছাড়িয়ে যান ২৮ বছর বয়সী অ্যালেস্টার।

রিও গেমসের ত্রয়োদশ দিন বৃহস্পতিবার দেড় কিলোমিটার সাঁতার, ৪০ কিলোমিটার সাইক্লিং ও ১০ কিলোমিটার দৌড়ের পুরোটা সময়ই দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন ইয়র্কশায়ারের এই দুই ভাই। শেষ পর্যন্ত বড় ভাইয়ের ফিনিশিং লাইন ছোঁয়ার ৬ সেকেন্ড পর দৌড় শেষ হয় জনির।

তৃতীয় স্থানে থেকে হেনরি শুম্যান দক্ষিণ আফ্রিকাকে প্রথম ট্রায়াথলনে পদক এনে দেন।

চার বছর আগে লন্ডনেও সেরা হওয়া অ্যালেস্টার ব্রাউনলি প্রথম অ্যাথলেট হিসেবে ট্রায়াথলনে টানা দুবার অলিম্পিক শিরোপা জিতলেন। ২০১২ সালে ব্রোঞ্জ জিতেছিলেন জনি।