অপেক্ষা ফুরালো ক্লেমেন্টের

সেই ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে পেয়েছিলেন রুপা; আট বছর পর অপেক্ষার অবসান হলো কেরন ক্লেমেন্টের। রিও অলিম্পিকে শেষ পর্যন্ত জিতলেন ৪০০ মিটার হার্ডলসের সোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 05:44 PM
Updated : 19 August 2016, 01:56 PM
বিশ্ব চ্যাম্পিয়ন কেনিয়ার নিকোলাস বেট ফাইনালে উঠতেই পারেননি। ফলস স্টার্টের জন্য আরেক ফেভারিট পুয়ের্তো রিকোর হাভিয়ের কুলসন ডিসকোয়ালিফাইড হয়ে যান শুরুতেই।

রিও গেমসের ত্রয়োদশ দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্লেমেন্ট সময় নেন ৪৭.৭৩ সেকেন্ড। কেনিয়ার বোনিফেইস তুমুতি দ্রুত ব্যবধান কমালেও ক্লেমেন্টকে ছাড়াতে পারেননি। মাত্র ০.০৫ সেকেন্ড পেছনে পড়েন তিনি।

তুরস্কের ইয়াসমানি কপেলো জেতেন ব্রোঞ্জ।

শেষবার বড় কোনো প্রতিযোগিতায় এই ইভেন্টে ক্লেমেন্ট জিতেছিলেন ২০০৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে।

৩০ বছর বয়সী এই দৌড়বিদ বলেন, “এটা আমার জন্য অনেক কিছু। … এটা এমন কিছু যা আমি মনেপ্রাণে চেয়েছি।