মেয়েদের হকির ফাইনালে নেদারল্যান্ডস-ব্রিটেন

অলিম্পিকে টানা তৃতীয় সোনার হাতছানি নিয়ে মেয়েদের হকির ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। সেমি-ফাইনালে জার্মানিকে হারিয়েছে ডাচরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 10:12 AM
Updated : 18 August 2016, 10:12 AM

রিও দে জেনেইরো গেমসের দ্বাদশ দিন বুধবার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে জার্মানিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে ২০০৮ ও ২০১২ অলিম্পিকের সোনা জয়ী নেদারল্যান্ডস।

ফাইনালে ডাচদের প্রতিপক্ষ যুক্তরাজ্য। শেষ চারে নিউ জিল্যান্ডকে ৩-০ গোলে হারায় তারা।
ফাইনালে ওঠায় অন্তত রুপা জয় নিশ্চিত হয়ে গেছে ব্রিটেনের, মেয়েদের হকিতে অলিম্পিকে এখন পর্যন্ত এটাই তাদের সেরা সাফল্য।