মেয়েদের ওয়াটার পোলোর ফাইনালে যুক্তরাষ্ট্র-ইতালি

সেমি-ফাইনালে হাঙ্গেরিকে হারিয়ে প্রথম দল হিসেবে মেয়েদের ওয়াটার পোলোতে টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জয়ের শেষ ধাপে পৌঁছেছে যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 10:11 AM
Updated : 18 August 2016, 11:06 AM

রিও দে জেনেইরো গেমসের দ্বাদশ দিনে শেষ চারে হাঙ্গেরিকে ১৪-১০ গোলে হারায় যুক্তরাষ্ট্রের মেয়েরা।

ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ইতালি। অন্য সেমি-ফাইনালে রাশিয়াকে ১২-৯ গোলে হারায় ২০০৪ সালের এথেন্স অলিম্পিকের সোনা জয়ীরা।

২০০৪ সালে সোনা জয়ের পর মেয়েদের ওয়াটার পোলোতে আর কোনো পদক জেতেনি ইতালি। অন্যদিকে ২০০০ সালে ইভেন্টটি অলিম্পিকে যোগ হওয়া থেকে প্রত্যেকবারই পুরস্কার মঞ্চে ছিল যুক্তরাষ্ট্র।