তায়কোয়ান্দোতে প্রথম সোনা দক্ষিণ কোরিয়ার

তায়কোয়ান্দোর প্রথম সোনার নিষ্পত্তি হয় রিও গেমসের দ্বাদশ দিনে। ক্রীড়াটির উৎপত্তিস্থল দক্ষিণ কোরিয়াই পেয়েছে প্রথম সোনার পদক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 07:27 AM
Updated : 18 August 2016, 07:27 AM
সার্বিয়ার তিয়ানা বোগদানোভিচকে ৭-৬ পয়েন্টে হারিয়ে মেয়েদের ৪৯ কেজি ওজনশ্রেণির সোনা জয় করেন দক্ষিণ কোরিয়ার কিম সো-হুই।

ছেলেদের ৫৮ কেজির সোনা চীনের

ছেলেদের ৫৮ কেজি ওজনশ্রেণিতে থাইল্যান্ডের তাউইন হানপ্রাবকে ৬-৪ পয়েন্টে হারিয়ে চীনকে সোনা এনে দেন ঝাও শুয়াই।

তায়েকোয়ান্দোতে মাঝে এক পয়েন্টের বিরতি দিয়ে দুই মিনিটের তিনটি রাউন্ড হয়। প্রতিপক্ষের শরীরের সামনের অংশে কিক মারতে পারলে পাওয়া যায় ১ পয়েন্ট, ঘুরিয়ে মারা কিকের জন্য মেলে ২ পয়েন্ট। আর মাথায় সাধারণ কিকের জন্য ৩ পয়েন্ট আর স্পিনিং কিকের জন্য ৪ পয়েন্ট পাওয়া যায়।