টেবিল টেনিসে সব সোনা চীনের

জাপান ছেড়ে কথা বলেনি কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। আধিপত্য ধরে রেখে রিও দে জেনেইরো অলিম্পিকে টেবিল টেনিসের পুরুষ বিভাগের সোনাও জিতেছে চীন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 06:37 AM
Updated : 16 Oct 2016, 10:54 AM

দারুণ জমে ওঠা ম্যাচে ৩-১ ব্যবধানে জাপানকে হারিয়েছে চীন। রিওতে টেবিল টেনিসের চারটি সোনাই জিতল তারা।

১৯৮৮ সালে অলিম্পিকে টেবিল টেনিস অন্তর্ভুক্ত হওয়ার পর ৩২টি সোনার মধ্যে ২৮টিই জিতল তারা।

জাপানের কোকি নিওয়া এককের ম্যাচে মা লংয়ের কাছে ৩-০ গেমে হারলে এগিয়ে যায় চীন। তবে দ্বিতীয় ম্যাচে জুন মিজুতানি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ গেমে চীনের জু জিনকে হারালে ম্যাচে ফেরে জাপান।

তৃতীয় ম্যাচে ঝ্যাং জিকে ৩-১ গেমে জিতলে চীনের সোনা জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়। চতুর্থ ম্যাচে অপরাজিত থেকে রিও দে জেনেইরো অলিম্পিক শেষ করা মা জাপানের মাহারু ইয়োশিমুরাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিলে সোনা নিশ্চিত হয় চীনের।

সোনা জয়ের স্বপ্ন পূরণ না হলে অন্যরকম প্রাপ্তি হয়েছে জাপানের। ছেলেদের দলগত ইভেন্ট থেকে এই প্রথম পদক পেলো তারা।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টেবিল টেনিসের দলগত ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে জার্মানি।