ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া

ব্যাডমিন্টনে মিশ্র দ্বৈতের ফাইনাল জিতে ইন্দোনেশিয়ার জাতীয় দিবসে দেশের মানুষকে সোনার পদক উপহার দিলেন আহমেদ তনতোই ও লিলিইয়ানা নাতসির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 01:41 AM
Updated : 18 August 2016, 11:38 AM

রিও গেমসের দ্বাদশ দিনে বুধবার সোনার পদক নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার চান পেং সুন ও গো লিউ ইং জুটিকে ২১-১৪, ২১-১২ পয়েন্টে উড়িয়ে দেন তনতোই-নাতসির জুটি।

এবারের অলিম্পিকে ইন্দোনেশিয়ার এটা প্রথম সোনা আর অলিম্পিক ইতিহাসে সপ্তম সোনার পদক। সবকটিই ব্যাডমিন্টন থেকে জিতেছে তারা।

চীনের ঝাং নান ও ঝাও ইউনলেই জুটি জিতেছেন ব্রোঞ্জ।