ক্যান্সার জয় করে সোনা সান্তিয়াগোর

ক্যান্সারের কারণে গত বছর ফুসফুসের একটা অংশ হারানো আর্জেন্টিনার সেইলর সান্তিয়াগো লানগে ক্যারিয়ারে প্রথম অলিম্পিক সোনার পদক জিতেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 02:53 PM
Updated : 17 August 2016, 02:53 PM
সেসিলিয়া কারানসার সঙ্গে জুটি বেঁধে নাকরা সেভেন্টিন মিক্সড ইভেন্টে সেরা হয়েছেন লানগে।

৫৪ বছর বয়সী লানগে এবারের অলিম্পিকের সবচেয়ে বেশি বয়সী সেইলর।

অস্ট্রেলিয়া রুপা ও অস্ট্রিয়া ব্রোঞ্জ পেয়েছেন।

পুরুষ লেজারে সেরা অস্ট্রেলিয়ার বার্টন

সেইলিংয়ের পুরুষ লেজারে জিতে অস্ট্রেলিয়াকে রিও অলিম্পিকে সপ্তম সোনার পদক এনে দেন ২৬ বছর বয়সী টম বার্টন।

ক্রোয়েশিয়ার তোনচি স্তিপানোভিচ জিতেছেন রুপা। নিউ জিল্যান্ডের স্যাম মিক জেতেন ব্রোঞ্জ।

মেয়েদের লেজার রেডিয়ালে সোনা বাওমিস্টারের

মেয়েদের লেজার রেডিয়াল একক ডিঙ্গি ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সোনার পদক জিতেছেন নেদারল্যান্ডসের মারিট বাওমিস্টার।

আয়ারল্যান্ডের অ্যানালিস মারফি জেতেন রুপা। তৃতীয় হন ডেনমার্কের অ্যানে-মারি রিন্দম জেতেন ব্রোঞ্জ।

ফিনে আধিপত্য ধরে রেখেছে ব্রিটেন

ব্রিটেনকে সেইলিংয়ের ফিন পুরুষ ইভেন্টে টানা পঞ্চম অলিম্পিক সোনা এনে দিয়েছেন জাইলস স্কট।

স্লোভেনিয়ার ভাসিলি রুপা ও যুক্তরাষ্ট্রের ক্যালেব পেইন ব্রোঞ্জ জিতেছেন।