ব্যাডমিন্টনে চীনের আধিপত্যে ডেনিশ ধাক্কা

অলিম্পিক ব্যাডমিন্টনে মেয়েদের দ্বৈতে ডেনমার্ককে প্রথম পদক এনে দেওয়া নিশ্চিত করেছেন ক্রিস্টিনা পেডেরসেন ও কামিলা রাইটার জুটি। সেমি-ফাইনালে তারা হারিয়েছে ব্যাডমিন্টনে আধিপত্য করে আসা চীনের মেয়েদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 02:00 PM
Updated : 17 August 2016, 02:00 PM
রিও দে জেনেইরো গেমসের একাদশ দিনে চীনের ইউ ইয়াং ও তাং ইউয়ানতিং জুটিকে ২১-১৬, ১৪-২১, ২১-১৯ ব্যবধানে হারায় পেডেরসেন ও রাইটার জুটি।  
১৯৯২ সালের অলিম্পিকে ব্যাডমিন্টন যোগ হওয়া থেকে কখনোই এই ইভেন্টে পদক জেতেনি ডেনমার্ক। ফাইনালে যাওয়ায় একটা পদক নিশ্চিত হলো তাদের।
মেয়েদের দ্বৈতের ফাইনালের মতো মিশ্র দ্বৈতের ফাইনালেও উঠতে পারেনি লন্ডনে গত অলিম্পিকে ব্যাডমিন্টনের ৫টি সোনার সবগুলোই জেতা চীন।
ফাইনালে ডেনমার্কের প্রতিপক্ষ জাপানের মিসাকি মাতসুতোমো ও আইয়াকা তাকাহাসি জুটি। 
ব্যাডমিন্টনের ছেলেদের দ্বৈতে ফাইনালে উঠেছে চীনের ফু হাইফেং ও ঝ্যাং নান এবং মালয়েশিয়ার গোহ ভি শেম ও তান উই কিওং জুটি।