ডাইভিংয়ে চীনের পঞ্চম সোনা

ছেলেদের ৩ মিটার স্প্রিংবোর্ডে সেরা হয়ে ফেভারিট চীনকে রিও গেমসে ডাইভিংয়ে পঞ্চম সোনার পদক এনে দিয়েছেন কাও ইউয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 11:44 AM
Updated : 17 August 2016, 04:05 PM

২১ বছর বয়সী ইউয়ান ফাইনালে ৫৪৭.৬০ স্কোর করে চ্যাম্পিয়ন হন।

ইউয়ানের এটা প্রথম একক অলিম্পিক সোনা। ২০১২ সালে লন্ডনে সিনক্রোনাইজড প্ল্যাটফর্মে ক্যারিয়ারে প্রথম সোনা জিতেছিলেন তিনি।

কদিন আগে ৩ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে সোনা জেতা ব্রিটেনের ২১ বছর বয়সী জ্যাক লাফার এই ইভেন্টে রুপা জেতেন।  

লন্ডন অলিম্পিকে চতুর্থ হওয়া জার্মানির পাট্রিক হাউসডিং এবার ব্রোঞ্জ পদক জেতেন। ফাইনালে এক ডাইভে সর্বোচ্চ ৯৮.৮০ স্কোর করেন তিনি।

ডাইভিংয়ে এখন পর্যন্ত শেষ হওয়া ছয়টি ইভেন্টের মধ্যে একমাত্র পুরুষ সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে সোনা জিততে পারেনি চীন।