বক্সিংয়ে ব্রাজিলের রবসনের ইতিহাস

নিজ দেশের দর্শকের সামনে দারুণ এক ইতিহাস গড়েছেন ব্রাজিলের রবসন কনসেইসাও। অলিম্পিকে বক্সিং থেকে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন ২৭ বছর বয়সী এই বক্সার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 08:51 AM
Updated : 16 Oct 2016, 11:11 AM
ছেলেদের ৬৬ কেজি ওজনশ্রেণিতে ফ্রান্সের সুফিয়ান উমিহাকে হারান রবসন। রিও দে জেনেইরো অলিম্পিকের শীর্ষ বাছাই কিউবার লাসারো আলভারেসকে সেমি-ফাইনালে হারানোয় রবসনই ছিলেন সোনার লড়াইয়ে ফেভারিট।

রুপা পেলেও অলিম্পিকের বক্সিংয়ে ফ্রান্সের লম্বা সময় ধরে চলা খরার অবসান হয়েছে। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পর এই প্রথম পদক পেলো তারা।

সোনা জয়ের আনন্দের মধ্যেও রবসন বক্সিংয়ের শুরুর কঠিন সময়ের দিকেও পিছু ফিরে তাকাতেও ভোলেননি।

“এটা সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত। আমি অলিম্পিকের চ্যাম্পিয়ন, চিরদিনের জন্য আমার জীবনটা বদলে গেছে। আমার ছেলেবেলা ছিল খুবই কঠিন। বক্সিংয়ে আমার শুরুটাও ছিল অনেক জটিলতার মধ্য দিয়ে; কেউ সমর্থন করেনি। আজ আমি অলিম্পিক চ্যাম্পিয়ন।”