রুশ ‘মারমেইড’ কন্যাদের সোনা জয়

নাতালিয়া ইশচেঙ্কো আর সভেতলানা রোমাশিনাকে কেন ‘মারমেইড’ বলে ডাকে ভক্তরা বুঝতে পারলেন দর্শকরা। পানির নীচে-ওপরে দারুণ সব দেহভঙ্গি আর কলা-কৌশল দেখিয়ে সিনক্রোনাইজড সুইমিংয়ের দ্বৈততে সোনা জিতে নিয়েছেন রুশ তারকারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 08:41 AM
Updated : 17 August 2016, 08:41 AM
২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনের পর এবার রিও দে জেনেইরোয় এই ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন তারা।

গেমসের একাদশ দিন মঙ্গলবার মনোমুগ্ধকর পারফরম্যান্সে মোট ১৯৪.৯৯১ স্কোর গড়ে সেরা হয় ইশচেঙ্কো-রোমাশিনা জুটি।

রোমাশিমা পানি থেকে উঠে এসে বলেন, “অনেকেই আমাদের মারমেইড বলে আর জিজ্ঞেস করে আমাদের ফুলকা আছে কিনা। আমরা আসলে (পানির নীচে) এই পারফরম্যান্সে অভ্যস্ত।”

চীনের হুয়াং শুয়েচেন ও সুন ওয়েনইয়ান জুটি ১৯২.৩৬৮ স্কোর করে রুপা এবং জাপানের ইউকিকো ইনুই ও রিসাকো মিতসুই ১৮৮.০৫৪ স্কোর করে ব্রোঞ্জ জেতেন।

২০০০ সালের সিডনি অলিম্পিক থেকে এই ক্রীড়ায় দলগত ও ডুয়েটে সোনার পদক জিতে আসছে রাশিয়া। এবারের দলগত ইভেন্টের পদক নির্ধারণ হবে আগামী শুক্রবার।