প্রথম লাফেই বাজিমাত টেইলরের

বছরের সবচেয়ে দীর্ঘ লাফ দিয়ে ট্রিপল জাম্পের অলিম্পিক শিরোপা ধরে রাখলেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান টেইলর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 05:22 PM
Updated : 16 August 2016, 05:22 PM
রিও গেমসের একাদশ দিন মঙ্গলবার বিশ্ব চ্যাম্পিয়ন টেইলর তিন লাফে অতিক্রম করেন ১৭.৮৬ মিটার।

টেইলরের স্বদেশি উইল ক্লে রুপা জেতেন ১৭.৭৬ মিটার অতিক্রম করে। চীনের ডং বিন পান ব্রোঞ্জ।

প্রথম তিন জনই প্রথম লাফেই নিজেদের সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেন। পরের প্রচেষ্টাগুলোতে কেউই এর চেয়ে বেশি দূরত্ব পার করতে পারেননি।

টেইলর সাংবাদিকদের বলেন, “আমি কখনও ভাবিনি আমার প্রথম লাফটাই সোনার পদক এনে দিবে।”