ম্যারাথন সাঁতারেও ফটোফিনিশ

দূরত্বটা অনেক, ১০ কিলোমিটার। কিন্তু ফিনিশিং লাইনে গিয়েও হলো তুমুল প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ফটোফিনিশে গ্রিসের স্পাইরিদোন জিয়ান্নিয়োতিসকে হারিয়ে পুরুষ ম্যারাথন সাঁতারে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের ফেরি ভিটারমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 04:53 PM
Updated : 16 August 2016, 04:53 PM
ম্যারাথন সুইমিংয়ে ফিনিশ লাইনে পৌঁছলেই হয় না, উপরে ঝোলানো ইলেক্ট্রনিক প্যাডে স্পর্শ করতে হয়। অফিসিয়াল ফল অনুযায়ী ১০ কিলোমিটার পাড়ি দিতে দুজনেই সময় নেনে এক ঘণ্টা ৫২ মিনিট ৫৯ দশমিক ৮ সেকেন্ড। পরে ফটোফিনিশে ভিটারমানকে জয়ী ঘোষণা করা হয়।

প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিতে এসে সোনা জিতলেন ২৪ বছর বয়সী  এই সাঁতারু।

এক ঘণ্টা ৫৩ মিনিট ২ সেকেন্ডে সাঁতার শেষ করে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের অঁতোয়ান ওলিভিয়ে।

এর আগে মেয়েদের ম্যারাথন সাঁতারে সোনা জিতেছিলেন নেদারল্যান্ডসের শারন ফন রুভেনডাল।