ভলিবলের শেষ আটে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল

প্রথম দুই ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পুরুষ ভলিবলের কোয়ার্টার-ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। শেষ আটে জায়গা করে নিয়েছে স্বাগতিক ব্রাজিলও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 01:16 PM
Updated : 16 August 2016, 01:16 PM

কানাডা ও ইতালির কাছে টানা দুই ম্যাচ হেরে বাদ পড়ায় শঙ্কায় পড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এরপর ব্রাজিল, ফ্রান্সের বিপক্ষে জেতার পর রিও গেমসের দশম দিনে সোমবার প্রিলিমিনারি রাউন্ডে শেষ ম্যাচে মেক্সিকোকে ২৫-২৩, ২৫-১১, ২৫-১৯ পয়েন্টে উড়িয়ে শেষ চার নিশ্চিত করে ২০০৮ বেইজিং অলিম্পিকের চ্যাম্পিয়নরা।

দিনের অন্য ম্যাচে ফ্রান্সকে ২৫-২২, ২২-২৫, ২৫-২০, ২৫-২৩ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে ব্রাজিল। 

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। আর যুক্তরাষ্ট্র খেলবে পোল্যান্ডের সঙ্গে।

শেষ আটের অন্য দুই ম্যাচে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন রাশিয়া ও কানাডা এবং ইতালি ও ইরান।