রেসলিংয়ে টানা ৩ সোনা লোপেসের

গ্রেকো-রোমান রেসলিংয়ের ১৩০ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন কিউবার মিজাইন লোপেস। টানা তিন অলিম্পিকে সোনা জেতা রাশিয়ার কিংবদন্তি কুস্তিগীর আলেক্সান্দার কারেলিনের পাশে বসেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 06:19 AM
Updated : 16 August 2016, 06:19 AM
বেইজিং ও লন্ডন অলিম্পিকে ১২০ কেজিতে সোনা জিতেছিলেন লোপেস। আর ১৯৮৮, ১৯৯২ ও ১৯৯৬ সালে টানা তিন অলিম্পিকে সোনা জিতেছিলেন কারেলিন।

তুরস্কের বিশ্বচ্যাম্পিয়ন রিজা কায়ালপকে ৬-০ ব্যবধানে হারিয়ে অলিম্পিকে নিজের তৃতীয় সোনা জেতেন লোপেস। জিতে রিংয়ে নাচতে শুরু করা ৩৩ বছর বয়সী এই কুস্তিগীর পরে সাংবাদিকদের জানান, ব্রাজিলে এলে নাচতেই হয়!

৮৫ কেজি ওজনশ্রেণির সোনা চাকভেতাজের

রিও দে জেনেইরো অলিম্পিকের দশম দিনে গ্রেকো-রোমান রেসলিংয়ের ৮৫ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন রাশিয়ার দাভিত চাকভেতাজ।

এ ইভেন্টের বিশ্বচ্যাম্পিয়ন ইউক্রেনের জাহান বেলেনিউকের বিপক্ষে শুরুতে অবশ্য ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েন চাকভেতাজ। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৯-২ ব্যবধানে সোনা জিতে নেন ২৩ বছর বয়সী এই কুস্তিগীর।