তরুণ স্প্যানিশ লেফট-ব্যাককে দলে ভেড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
তুরস্কের বিশ্বচ্যাম্পিয়ন রিজা কায়ালপকে ৬-০ ব্যবধানে হারিয়ে অলিম্পিকে নিজেরতৃতীয় সোনা জেতেন লোপেস। জিতে রিংয়ে নাচতে শুরু করা ৩৩ বছর বয়সী এই কুস্তিগীর পরেসাংবাদিকদের জানান, ব্রাজিলে এলে নাচতেই হয়!
৮৫ কেজি ওজনশ্রেণিরসোনা চাকভেতাজের
রিও দে জেনেইরো অলিম্পিকের দশম দিনে গ্রেকো-রোমান রেসলিংয়ের ৮৫ কেজিওজনশ্রেণিতে সোনা জেতেন রাশিয়ার দাভিত চাকভেতাজ।
এ ইভেন্টের বিশ্বচ্যাম্পিয়ন ইউক্রেনের জাহান বেলেনিউকের বিপক্ষে শুরুতে অবশ্য২-০ ব্যবধানে পিছিয়ে পড়েন চাকভেতাজ। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৯-২ ব্যবধানে সোনাজিতে নেন ২৩ বছর বয়সী এই কুস্তিগীর।