রিওতে জেবেতের হাত ধরে বাহরাইনের প্রথম সোনা জয়

রিও দে জেনেইরো অলিম্পিকে বাহরাইনকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন জেবেত রুথ। মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেইজে কাউকে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করতে দিয়ে প্রথম হয়েছেন ১৯ বছর বয়সী এই অ্যাথলেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2016, 03:47 PM
Updated : 16 August 2016, 10:42 AM
মূল প্রতিদ্বন্দ্বী কেনিয়ার হাইভিন কিয়েঙ্গকে প্রায় ৫০ মিটার পেছনে ফেলে আট মিনিট ৫৯ দশমিক ৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতলেও অল্পের জন্য বিশ্ব রেকর্ড গড়া হয়নি জেবেতের। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে আট মিনিট ৫৮ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন রাশিয়ার গুলনারা গালকিনা।

গত বছর বেইজিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা কিয়েঙ্গ নয় মিনিট ৭ দশমিক ১২ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা।

নয় মিনিট ৭ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে এমা কোবার্ন ব্রোঞ্জ জিতলেও দারুণ এক কীর্তি গড়েছেন। স্টিপলচেইজ থেকে এমার হাত ধরেই এই প্রথম পদক জিতল যুক্তরাষ্ট্র।