পঞ্চম সোনা জিতে রেকর্ডের অপেক্ষায় কেনি

সাইক্লিং ট্র্যাকে ক্যারিয়ারে পঞ্চম অলিম্পিক সোনা জিতেছেন ব্রিটেনের জ্যাসন কেনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2016, 09:48 AM
Updated : 15 August 2016, 09:48 AM

রোববার রিও গেমসের নবম দিনে স্বদেশি ক্যালাম স্কিনারকে হারিয়ে পুরুষ স্প্রিন্টের শ্রেষ্টত্ব ধরে রাখেন তিনি। ‘বেস্ট অব থ্রি’ ফাইনালের প্রথম দুটিতে জিতে সোনা নিশ্চিত করেন তিনি।

এবারের অলিম্পিকে এটা তার দ্বিতীয় সোনার পদক। এর আগে দলগত স্প্রিন্টে সতীর্থের সঙ্গে সোনা জেতেন।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে দলগত স্প্রিন্টে প্রথম সোনা জেতেন কেনি। আর লন্ডনে দলগত ও ব্যক্তিগততে সেরা হন।

সাবেক সাইক্লিস্ট ক্রিস হয় শুধু কেনির চেয়ে বেশি সোনা (৬টি) জিতেছেন। আগামী মঙ্গলবার কিরিন ইভেন্টে জিতে স্বদেশি কিংবদন্তিকে ছোঁয়ার সুযোগ আছে ২৮ বছর বয়সী কেনির।