বক্সিংয়ের প্রথম সোনা উজবেকিস্তানের দুসমাতোভের

রিও দে জেনেইরো অলিম্পিকে বক্সিংয়ের প্রথম সোনার পদক গেছে উজবেকিস্তানের দখলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2016, 07:30 AM
Updated : 15 August 2016, 07:30 AM
লাইট-ফ্লাইওয়েটে ইভেন্টে কলম্বিয়ার ইউরবেরহেন মার্তিনেসকে হারিয়ে চ্যাম্পিয়ন হন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতোভ।

সেমি-ফাইনালে হারা কিউবার হোয়ানিস আরগিলাগোস ও যুক্তরাষ্ট্রের নিকো হের্নান্দেস জিতেছেন ব্রোঞ্জ।

রিওতে উজবেকিস্তানের এটা প্রথম সোনার পদক। আর হের্নান্দেসের হাত ধরে ২০০৮ বেইজিং অলিম্পিকের পর থেকে রিংয়ে প্রথম পদক পেল যুক্তরাষ্ট্র।