রেকর্ড গড়ে টেনিসে সোনা অ্যান্ডি মারের

আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো হারিয়ে অলিম্পিক টেনিসের এককে সোনা জিতেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2016, 06:06 AM
Updated : 15 August 2016, 12:52 PM
উইম্বলডন চ্যাম্পিয়ন মারে লন্ডনে গত অলিম্পিকেও সোনা জিতেছিলেন। ছেলেদের এককে এর আগে কেউ দুটি সোনা জিততে পারেনি।

দেল পোত্রোকে রিও গেমসের নবম দিনে প্রায় চার ঘণ্টা ধরে চলা লড়াইয়ে ৭-৫, ৪-৬,৬-২ গেমে হারান বিশ্বের দুই নম্বর খেলোয়াড় মারে।

তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা ২৯ বছর বয়সী মারে জানান, এটা কোনো বড় শিরোপা জেতার জন্য তার সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি।

স্পেনের তারকা রাফায়েল নাদালকে ৬-২, ৬-৭, ৬-৩ গেমে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন জাপানের কেই নিশিকোরি।

মেয়েদের দ্বৈতে সোনা রাশিয়ার

রাশিয়ার একাতেরিনা মাকারোভা ও এলেনা ভেসনিনা মেয়েদের দ্বৈতে সোনা জিতেছেন।

রোববার ফাইনালে রুশ জুটি ৬-৪, ৬-৪ গেমে হারায় পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্টিনা হিঙ্গিস ও তার সুইস সঙ্গী তিমেয়া বাচসিন্সকিকে।

ব্রোঞ্জ জিতেছে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা ও বারবোরা স্ত্রিসোভা জুটি। অল চেক ব্রোঞ্জ পদকের ম্যাচে তারা ৭-৫, ৬-১ গেমে হারায় আন্দ্রেয়া হালাভাচকোভা ও লুসি হারাদেক জুটিকে।

রেকর্ড গড়া হলো না ভেনাসের

অলিম্পিক টেনিসে পাঁচটি সোনা জয়ের রেকর্ড গড়া হলো না যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসের। সাতবারের এই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ও তার সঙ্গী রাম রাজিবকে হারিয়ে টেনিসের মিশ্র দ্বৈতের ফাইনালে জিতেছে স্বদেশি বেথ্যানি ম্যাটেক-স্যান্ডস ও জ্যাক সক জুটি।

অল আমেরিকান ফাইনালের প্রথম দুই সেট ৬-৭, ৬-১ গেমে শেষ হওয়ার পর টাইব্রেকারে ১০-৭ গেমে জেতে ম্যাটেক-স্যান্ডস ও সক জুটি।

ভারতের সানিয়া মির্জা ও রোহান বোপানাকে ৬-১, ৭-৫ গেমে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে চেক জুটি লুসি হারাদেকা ও রাদেক স্তেপানেক।