জিমন্যাস্টিক্সে হুইটলকের অনন্য ডাবল

অলিম্পিক জিমন্যাস্টিক্সে ১২০ বছর ধরে সোনার পদকের জন্য হাহাকার ছিল পুরো ব্রিটেন জুড়ে। রিও গেমসের নবম দিনে ম্যাক্স হুইটলকের দুর্দান্ত নৈপুণ্যে দুই ঘণ্টার মধ্যেই এল দুই সোনা!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2016, 01:00 AM
Updated : 16 Oct 2016, 11:14 AM

ব্রিটেনের অপেক্ষার অবসান

মেনস ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে আসে ম্যাক্স হুইটলকের প্রথম সোনার পদকটি।

ইতিহাস গড়তে রোববারের ফাইনালে মনোমুগ্ধকর পারফরম্যান্স দেখিয়ে ১৫.৬৩৩ স্কোর গড়েন হুইটলক।

ব্রাজিলের দিয়েগো পলিতো দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে রুপা জিতে নেন। ব্রোঞ্জ জেতেন আরেক ব্রাজিলিয়ান আর্থার মারিয়ানো।

প্রতিযোগিতা শুরুর আগের ফেভারিট ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কেনজো শিরাই চতুর্থ হন। আর অল অ্যারাউন্ড ইভেন্টের চ্যাম্পিয়ন জাপানের কোহেই উচিমুরা হয়েছেন পঞ্চম।

মেনস পমেল হর্সেও সেরা হুইটলক

দুই ঘণ্টারও কম সময়ের ব্যবধানে জিমন্যাস্টিক্সে দ্বিতীয় সোনা জিতে ব্রিটেনের ইতিহাসেও দিনটাকে স্মরনীয় করে রাখলেন ২৩ বছর বয়সী হুইটলক।

নিজের প্রিয় এই ইভেন্টে ১৫.৯৬৬ স্কোর করেন হুইটলক। স্বদেশি লন্ডন অলিম্পিকে রুপা জয়ী লুইস স্মিথ ১৫.৮৩৩ পয়েন্ট নিয়ে এবারও দ্বিতীয় হন।

যুক্তরাষ্ট্রের অ্যালেক্স ন্যাডোর ব্রোঞ্জ জেতেন।