ডাইভিংয়ে তিংমাওয়ের দ্বিতীয় সোনা

রিও গেমসে ডাইভিংয়ে দ্বিতীয় সোনা জিতলেন চীনের শি তিংমাও। মেয়েদের ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে স্বদেশি হে জিকে পিছনে ফেলে সেরা হন শি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2016, 00:29 AM
Updated : 16 Oct 2016, 11:14 AM
প্রথম দুই ডাইভে তিংমাও ও জিয়ের স্কোর ছিল সমান। তৃতীয় ডাইভে সর্বোচ্চ ৮৪ স্কোর করে এগিয়ে যান ২৪ বছর বয়সী তিংমাও। সর্বমোট ৪০৬.০৫ স্কোর করে চ্যাম্পিয়ন হন তিনি।

তার চেয়ে ১৮.১৫ পয়েন্ট কম নিয়ে রুপা জেতেন জি।

এর আগে গেমসের দ্বিতীয় দিনে উ মিনশিয়ার সঙ্গে জুটি বেঁধে ৩ মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ডে প্রথম সোনা জিতেছিলেন তিংমাও।

মিনশিয়া ও সাবেক চাইনিজ ডাইভার গুও জিংলিংয়ের পর তৃতীয় নারী হিসেবে ডাইভিংয়ে ৩ মিটার সিনক্রোনাইজড ও একক ইভেন্টে সোনা জিতলেন তিংমাও।

ইতালির তানিয়া কাইনোত্তো জিতেছেন ব্রোঞ্জ।