৭ গোলের রোমাঞ্চে আর্সেনালকে হারাল লিভারপুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2016 11:13 PM BdST Updated: 14 Aug 2016 11:13 PM BdST
এগিয়ে গিয়েও জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করা হল না আর্সেনালের। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলের কাছে হেরেছে আর্সেন ভেঙ্গারের শিষ্যরা।
৪-৩ ব্যবধানের দুর্দান্ত এই জয়ে ইয়ুর্গেন ক্লপের দলের হয়ে জোড়া গোল করেন ফেলিপে কৌতিনিয়ো। একটি করে গোল করেন অ্যাডাম লালানা ও সাইদু মানে। আর্সেনালের হয়ে লক্ষ্যভেদ করেন থিও ওয়ালকট, অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও ক্যালাম চ্যাম্বার্স।
রোববার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল নিষ্প্রাণ। কোনো দলই পারছিল না সুযোগ তৈরি করতে। এরই মধ্যে আলবার্তো মোরেনোর ফাউলে পেনাল্টি পায় আর্সেনাল। স্বাগতিকদের এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন থিও ওয়ালকট। তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সিমোন মিনোলে।
‘খল নায়ক’ ওয়ালকট ৬৯ সেকেন্ডের মধ্যে হাসি ফোটান ভক্তদের মুখে। নাইজেরিয়ান উইঙ্গার অ্যালেক্স আয়োবি খুঁজে নেন অরক্ষিত সতীর্থকে। এবার আর সুযোগ হাতছাড়া করেননি ওয়ালকট। কোনাকুনি শটে ৩১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে অসাধারণ এক ফ্রি-কিকে সমতা আনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কৌতিনিয়ো।

এই ম্যাচের আগে সব ধরনের ফুটবলে আর্সেনালের মাঠে নিজেদের সর্বশেষ ২০ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া লিভারপুল কিছুক্ষণের মধ্যে ব্যবধানে ৩-১ করে ফেলে। অনেক পাসে গড়া পরিকল্পিত আক্রমণকে ৫৬তম মিনিটে গোলে পরিণত করার কাজটি করেন কৌতিনিয়ো।
৬৩তম মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দেন মানে। আর্সেনালের এলোমেলো রক্ষণ আর গোলরক্ষক পেতর চেককে হতাশায় ডুবিয়ে তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।
ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি গত আসরের রানার্সআপরা। ৬৫তম মিনিটেই অক্সলেইড-চেম্বারলেইনের একক নৈপুণ্যের গোল ব্যবধান কমায় আর্সেনাল।
১০ মিনিট পর খেলা আরও জমিয়ে তুলেন ক্যালাম চ্যাম্বার্স। সান্তি কাসোরলার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে মিনোলেকে পরাস্ত করেন ইংলিশ এই ডিফেন্ডার।
বাকি সময়ে আর্সেনাল আর ভাঙতে পারেনি লিভারপুলের রক্ষণ।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম