ইরানকে দ্বিতীয় সোনা এনে দিলেন সোহরাব

ইরানকে ভারোত্তোলন থেকে রিও দে জেনেইরো অলিম্পিকের দ্বিতীয় সোনা এনে দিয়েছেন সোহরাব মোরাদি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 09:19 AM
Updated : 14 August 2016, 09:19 AM

রিও গেমসের অষ্টম দিনে পুরুষ ৯৪ কেজি ওজনশ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৪০৩ কেজি তুলে সেরা হন সোহরাব। রুপা জেতা বেলারুশের ভাজিম স্ত্রালতসুর চেয়ে ৮ কেজি বেশি তোলেন তিনি।

২০১৩ সালে ডোপিংয়ের অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সোহরাব। নিষিদ্ধ হওয়ার আগে তোলা ওজনের চেয়ে ১৫ কেজি বেশি তিনি রিও অলিম্পিকে তুলেছেন।

রিওর আসরে পুরুষ ৮৫ কেজি ওজনশ্রেণি থেকে ইরানকে ভারোত্তোলনের প্রথম সোনা এনে দেন কিয়ানুস রোস্তামি।

সুপার-হেভিওয়েট বিভাগ থেকে ফেভারিট বেহদাদ সালিমিকোরদাসিয়াবি সোনা জিতলে অলিম্পিকের এক আসরে ভারোত্তোলন থেকে তিন সোনা জয়ের রেকর্ড গড়বে ইরান।