সাইক্লিং ট্র্যাকে এবার ব্রিটেনের মেয়েদের বিশ্ব রেকর্ড

আগের দিন ট্র্যাক সাইক্লিংয়ে পুরুষ দলগত পারসুটে ব্রিটেনের বিশ্ব রেকর্ড গড়ে সোনা জয়ের পর এবার একই কীর্তি গড়েছে দেশটির মেয়েরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 09:05 AM
Updated : 15 August 2016, 01:25 PM
রিও গেমসের অষ্টম দিন শনিবার ফাইনালে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪ মিনিট ১০.২৩৬ সেকেন্ডে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতে ব্রিটেন। পুরুষ দলের মতো দেশটির মেয়েরাও হিটে বিশ্ব রেকর্ড গড়েছিল।

নিউ জিল্যান্ডকে হারিয়ে ব্রোঞ্জ জেতে কানাডা। মেয়েদের ট্র্যাক সাইক্লিংয়ে দেশটির মাত্র দ্বিতীয় অলিম্পিক পদক।

মেয়েদের কিরিনে চ্যাম্পিয়ন ফ্লাইং ডাচওমেন

ট্র্যাক সাইক্লিংয়ে মেয়েদের কিরিন ইভেন্টে ব্রিটেনের রেবেকা জেমসকে হারিয়ে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের এলিস লিগটলে।

অস্ট্রেলিয়ার অ্যানা মিয়ার্স ব্রোঞ্জ জিতেছেন। ১১ বারের বিশ্ব চ্যাম্পিয়ন মিয়ার্স এ নিয়ে টানা চতুর্থ অলিম্পিকে পদক জিতলেন। অলিম্পিকে তার মোট পদক বেড়ে দাঁড়ালো ৬টিতে।