শুটিংয়ে জার্মানির হ্যাটট্রিক

রিও গেমসে শুটিংয়ে টানা তিন দিনে তিনটি সোনার পদক জিতল জার্মানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 08:45 AM
Updated : 14 August 2016, 08:45 AM
গেমসের অষ্টম দিনে শনিবার পুলিশ কর্মকর্তা ক্রিস্টিয়ান রাইৎস পুরুষ ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সেরা হন।

২৯ বছর বয়সী রাইৎস তৃতীয় অলিম্পিকে এসে প্রথম সোনার পদক পেলেন।

রিটসের অনুশীলন সঙ্গী ফ্রান্সের জাঁ কিকামপোয়া রুপা জিতেছেন। চীনের লি ইউয়েহং পেয়েছেন ব্রোঞ্জ।

পুরুষ স্কিট শুটিংয়ে সোনা গাব্রিয়েলে রসেত্তির

ইতালির তরুণ শুটার গাব্রিয়েলে রসেত্তি নিখুঁত স্কোরিংয়ে রিও অলিম্পিক শুটিংয়ে দেশকে তৃতীয় সোনার পদক এনে দিয়েছে।

প্রথমবার অলিম্পিকে আসা পুলিশ কর্মকর্তা ২১ বছর বয়সী রসেত্তির ১৬ শটের সবকটিই লক্ষ্যে আঘাত করে। রুপা জয়ী ২৬ বছর বয়সী সুইডেনের মার্কাস স্ভেনসনের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।

অলিম্পিকের পতাকাতলে রিওতে অংশ নেওয়া কুয়েতি শুটার আব্দুল্লাহ আল-রশিদ জেতেন ব্রোঞ্জ। ষষ্ঠ অলিম্পিকে খেলতে এসে এটাই তার প্রথম পদক।