টেনিসে সোনা জিতে ইতিহাস মনিকার

রিও দে জেনেইরো অলিম্পিকে মেয়েদের টেনিস এককের ফাইনালে জার্মানির আঞ্জেলিক কেরবারকে হারিয়ে চমক দেখিয়েছেন মনিকা পুইগ।  পুয়ের্তো রিকোকে এনে দিয়েছেন অলিম্পিক ইতিহাসের প্রথম সোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 07:55 AM
Updated : 14 August 2016, 07:55 AM
রিও অলিম্পিকের অষ্টম দিনে ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কেরবারকে ৬-৪, ৪-৬, ৬-১ গেমে হারিয়ে সোনা জয়ের আনন্দে মাতেন মনিকা।
পুয়ের্তো রিকোর প্রথম কোনো নারী অ্যাথলেট হিসেবেও প্রথম পদক পেলেন ২২ বছর বয়সী মনিকা। অতীতে দেশটিকে অলিম্পিকের আটটি পদক এনে দিয়েছিলেন পুরুষ অ্যাথলেটরা।
হার্ড কোর্টে আগের দুই দেখায় মনিকাকে হারিয়েছিলেন কেরবার। রিওতে ব্যর্থ হলেও প্রতিপক্ষকে প্রশংসা করে জার্মানির এই খেলোয়াড় বলেন, “আমি মনে করি, সে এখানে এসেছিল নির্ভার হয়ে। তার হারানোর কিছু ছিল না।”