সুইমিংপুলে দূরপাল্লার রাজা পালত্রিনিয়েরি

সুইমিংপুলের সবচেয়ে দীর্ঘ ইভেন্ট এক হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে দাপটের সঙ্গে সোনা জিতেছেন ইতালির গ্রেগোরিও পালত্রিনিয়েরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 05:55 AM
Updated : 14 August 2016, 05:58 AM
রিও অলিম্পিকের অষ্টম দিনে বাংলাদেশ সময় রোববার সকালে হওয়া এই ইভেন্টে ১৫০ মিটারের সময় এগিয়ে যাওয়ার পর পালত্রিনিয়েরির সোনা জেতা নিয়ে কখনও সন্দেহ জাগেনি। সময় লাগে তার ১৪ মিনিট ৩৫.৫৭ সেকেন্ড।

প্রায় ৫ সেকেন্ড পেছনে থেকে যুক্তরাষ্ট্রের কনর জেইগার রুপা ও ইতালিরই গাব্রিয়েলে দেত্তি ব্রোঞ্জ জেতেন। ২০১২ সালের চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডের মালিক চীনের সুন ইয়াং ফাইনালেই উঠতে পারেননি।

২১ বছর বয়সী পালত্রিনিয়েরি বলেন, “এটা অবিশ্বাস্য, আসলেই। আমি ছেলেবেলা থেকে এই মুহূর্তটির স্বপ্ন দেখছিলাম।”

সোনা জয়টাকে সহজ বানিয়ে ফেলা পালত্রিনিয়েরি অবশ্য চাপের কথা উল্লেখ করলেন।

“আমার কাঁধে অনেক চাপ ছিল। ইতালির মানুষ এই সোনাটা পেতে চেয়েছিল। আমি যা ভেবেছিলাম এটা এর চেয়ে কঠিন ছিল।”