স্কুলিংয়ের সাফল্যের প্রেরণা ফেলপস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2016 01:33 AM BdST Updated: 16 Oct 2016 05:17 PM BdST
যাকে পেছনে ফেলে রিও দে জেনেইরো অলিম্পিকে ১০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জিতেছেন, সেই মাইকেল ফেলপসই জোসেফ স্কুলিংয়ের আদর্শ। এই সাফল্যের পেছনে সাঁতারের জীবন্ত কিংবদন্তি অনুপ্রেরণা ছিলেন বলে জানিয়েছেন সিঙ্গাপুরের এই তরুণ সাঁতারু।
রিও গেমসের সপ্তম দিনে ফেলপসেরই অলিম্পিক রেকর্ড ভেঙে ৫০.৩৯ সেকেন্ডের নতুন রেকর্ড গড়েন ২১ বছর বয়সী স্কুলিং। ৫১.১৪ সময় নিয়ে তিন জন পান রুপা! স্কুলিংয়ের পাশে পোডিয়ামের একই ধাপে তাই দাঁড়ান খ্যাতনামা তিন সাঁতারু ফেলপস, দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লজ ও হাঙ্গেরির লাজলো চেহ।
ফেলপস, ক্লজ আর লাজলোকে এক সঙ্গে পেছনে ফেলে সোনা জেতায় নিজেই যেন বিস্মিত হয়েছেন স্কুলিং। সাঁতার শেষ হওয়ার পরও তার ঘোর যেন কাটছিলই না। সংবাদ সম্মেলনেও এসে সেই কথা বললেন ২১ বছর বয়সী স্কুলিং।
স্কুলিং বলেন, “আমি জিততে চেয়েছিলাম। আর আমি মনে করি, এর অনেকটাই মাইকেলের জন্য, তার কারণেই আমি ভালো সাঁতারু হতে চেয়েছিলাম।”


পুরস্কার বিতরণী শেষে ফেলপসের সঙ্গে লম্বা সময় ধরে কথা বলেন স্কুলিং। নিজের অনুভূতি জানাতে গিয়ে সেই সময় ফেলপসকে তিনি বলেছিলেন, ‘অসাধারণ’ লাগছে।
পুরস্কার বিতরণীর পর সংবাদ সম্মেলনের শুরুতেই ফেলপস সাংবাদিকদের অনুরোধ করেন সোনা জয়ী স্কুলিংকে বেশি গুরুত্ব দিতে।
“বেশিরভাগ প্রশ্ন জোর (স্কুলিং) পাওয়া উচিৎ। ছেলেটা একটি সোনার পদক জিতেছে। তাকে বেশি প্রশ্ন করা যাক।”
তবে বাস্তবতা ছিল, স্কুলিং নিজেও যেন নিজেকে গুরুত্ব দিতে পারছিলেন না। এই মুহূর্তে বিশ্বের সেরা বাটারফ্লাইয়ার হয়ে কেমন লাগছে-এক সাংবাদিকের এমন প্রশ্নের পর স্কুলিং ফেলপসের দিকে তাকান। ফেলপস তাকে উদ্দেশ করে বলেন, “এটা তোমার জন্য ভাই, আমার দিকে তাকিও না।”
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ