রিওর পরে অবসরের সিদ্ধান্তে অটল ফেলপস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2016 01:01 AM BdST Updated: 16 Oct 2016 05:17 PM BdST
না মানে না-ই। সতীর্থ আর বিশ্বজোড়া ভক্তদের অনেক অনুনয়ের পরও অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছেন না মাইকেল ফেলপস।
আগেই জানিয়ে রেখেছিলেন, রিও দে জেনেইরো অলিম্পিক শেষে অবসর নেবেন। ৩১ বছর মার্কিন সাঁতারু তার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে দেন। অবসরের সিদ্ধান্ত বদলাবেন কিনা, সংবাদিকদের এই প্রশ্নে এক শব্দে উত্তর দেন তিনি, ‘না’।
লন্ডন অলিম্পিকের পর একবার অবসর নিয়েছিলেন ফেলপস। রিও অলিম্পিকে অংশ নিতে অবসর ভেঙে আবার পুলে নেমেছিলেন তিনি। কিন্তু এবার আর এই কাজ করবেন না বলে দৃঢ়প্রতিজ্ঞ এই জলদানব।
“আর নয়। এই শেষ। এটা আমি আগে অনেকবার বলেছি। কিন্তু আমি এটা করছি না। আর নয়। লন্ডনে হলফ করে বলেছিলাম, আর ফিরব না এবং এটা চূড়ান্ত। এখানে কাগজ থাকলে, আগামীকাল আমি সই করে দিতাম।”
রিওতে এখন পর্যন্ত দুটি ব্যক্তিগত ও দুটি দলীয় সোনা নিয়ে মোট ৫টি পদক জেতেন ফেলপস। লন্ডনে গত অলিম্পিকেও চারটি সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন তিনি। এর আগে ২০০৪ সালে এথেন্সে ৬টি আর বেইজিংয়ে আটটি সোনা জেতেন সর্বকালের সেরা এই অলিম্পিয়ান।
অলিম্পিকে সব মিলিয়ে রেকর্ড ২৭টি পদক জিতেছেন ফেলপস। ১৮টি পদক নিয়ে ফেলপসের পরে আছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনা। আর সোনার পদকের হিসেবে তো তার ধারেকাছেই কেউ নেই। ৯টি করে সোনা লাতিনিনা, ফিনল্যান্ডের দূরপাল্লার দৌড়বিদ পাভো নুরমি, যুক্তরাষ্ট্রের সাঁতারু মার্ক স্পিত্স ও স্প্রিন্টার কার্ল লুইসের।
ক্যারিয়ারে যা করতে চেয়েছেন তার সবকিছু ঠিকভাবে করতে পারায় দারুণ সন্তুষ্ট ফেলপস।
“যেভাবে চেয়েছি সেভাবে এই খেলায় দ্বার বন্ধ করতে পেরে আমি এখন খুশি। অবসর নিতে তৈরি আমি। আমি এটা নিয়ে খুশি। চার বছর আগের তুলনায় এবার আমার মানসিক অবস্থা ভালো। আমি (ছেলে) বুমার আর (প্রেমিকা) নিকোলের সঙ্গে কিছু সময় কাটাতে চাই।”
টোকিওতে ২০২০ সালের অলিম্পক গেমসে অংশ না নিলেও উপভোগ করতে যাবেন বলে জানান ফেলপস।
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী আফজল খানের ছেলে ইমরান
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল