ভাইয়ের সোনার পদক পরিবারেই রাখলেন হার্টিং

লন্ডন অলিম্পিকের সোনা জিতেছিলেন বড় ভাই; ছোটো ভাই জিতলেন রিওতে। ডিসকাস থ্রোতে শেষ প্রচেষ্টায় বাজিমাত করে সোনার পদক পরিবারেই রেখে দিয়েছেন জার্মানির ক্রিস্টোফ হার্টিং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2016, 06:17 PM
Updated : 16 Oct 2016, 11:17 AM
বড় ভাই রবার্ট হার্টিং রিও অলিম্পিকেও ছিলেন। তবে চোটের কারণে কোয়ালিফাইয়িং রাউন্ড পার হতে পারেননি। রিও গেমসের অষ্টম দিন ফাইনালে শেষ রাউন্ডের আগ পর্যন্ত এগিয়ে ছিলেন পোল্যান্ডের পিওতর মালাচোভস্কি। কিন্তু শেষ বারে ৬৮.৩৭ মিটার দূরে চাকতি ছুড়ে সোনা জিতে নেন ছোটো হার্টিং।
মালাচোভস্কির শেষ থ্রোয়ে আগের ৬৭.৫৫ মিটার ছাড়াতে পারেননি। রুপার পদক গলায় পরতে হয় তার। হার্টিংয়ের স্বদেশি ডানিয়েল ইয়াসিনস্কি ৬৭.০৫ মিটার দূরে চাকতি ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন।