হার দিয়ে লিগ শুরু ইংলিশ চ্যাম্পিয়নদের

ফুটবল বিশ্বকে চমকে গত মৌসুমের ইপিএল চ্যাম্পিয়ন হওয়া লেস্টার সিটি শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। প্রিমিয়ার লিগে উঠে আসা হাল সিটির কাছে লিগের উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে হেরে গেছে ক্লাওদিও রানিয়েরির শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2016, 03:43 PM
Updated : 13 August 2016, 03:43 PM

শনিবার নিজেদের মাঠে খেলতে নামা হাল সিটি প্রথমার্ধের যোগ করা সময়ে আদামা দিওমান্দের চমৎকার এক গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইংলিশ মিডফিল্ডার টম হাডলস্টোন ডেমারাই গ্রেকে ফাউল করলে পেনাল্টি পায় লেস্টার। তা থেকেই ম্যাচে সমতা আনেন রিয়াদ মাহরেজ।

কিন্তু এর ১০ মিনিট পর স্কটল্যান্ডের মিডফিল্ডার রবার্ট স্নডগ্রাস ডি-বক্সের মাঝ বরাবর থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ালে ফের এগিয়ে যায় স্বাগতিকরা।

বাকি সময়ে সমতা ফেরার সুযোগগুলো জেমি ভার্ডিরা কাজে লাগাতে না পারায় হারের হতাশাতেই মাঠ ছাড়তে হয় লেস্টারকে।

১৯৮৯ সালে তখনকার চ্যাম্পিয়ন আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল। এর পর এই প্রথম কোনো ইংলিশ চ্যাম্পিয়ন পরের মৌসুমে হার দিয়ে লিগ শুরু করল।