বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে।
২০১২ সালের লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কিম রোড ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছেন। এই নিয়ে ভিন্ন ৬ অলিম্পিকে পদক জয়ের অভিজাত ক্লাবে জায়গা করে নিলেন তিনি। এই ক্লাবে আছেন আর মাত্র পাঁচ জন অ্যাথলেট।
প্রথম অলিম্পিকে হেনরির লক্ষ্যভেদ
রিও গেমসের শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে সোনা জিতেছেন প্রথমবার অলিম্পিকে আসা জার্মানির হেনরি জুংহায়েনেল।
শুক্রবার ফাইনালে শুরুতেই কয়েকটি ১০.৮ পয়েন্টের সফল শটে এগিয়ে যান হেনরি। শেষ পর্যন্ত ২০৯.৫ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন হেনরি।
১.৩ পয়েন্ট কম স্কোর করে রুপা জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম জংহিউন। রাশিয়ার কিরিল গ্রিগরিয়ান পেয়েছেন ব্রোঞ্জ।