ইসলামিক সলিডারিটি গেমসে পুরুষ দলগত টেবিল টেনিসে সেরা আটে উঠেছে বাংলাদেশ।
২৫ বছর বয়সী রোস্তামির হাত ধরে রিও দে জেনেইরো অলিম্পিকে প্রথম সোনা জিতল ইরান।
৮৫ কেজি ওজনশ্রেণিতে ৩৯৫ কেজি তুলে আগের রেকর্ডটিও গড়েছিলেন ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতা রোস্তামিই।
লন্ডনের পর রিওতেও সোনার হাসি কিমের
স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৭৪ কেজি তুলে সোনা জিতেছেন কিম। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে অবশ্য ৬৯ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছিলেন দক্ষিণ কোরিয়ার এই ভারোত্তোলক।
বেলারুশের দারিয়া নাওমাভা ২৫৪ কেজি তুলে রুপা ও স্পেনের লিদিয়া পেরেস ভেলেন্তিনা ২৫৭ কেজি তুলে পেয়েছেন ব্রোঞ্জ।