২০ কিমি হাঁটার সোনা চীনের ওয়াংয়ের

পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় রিও দে জেনেইরোতে সোনা জিতেছেন চীনের ওয়াং ঝেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2016, 08:43 AM
Updated : 13 August 2016, 08:43 AM
রিও গেমসের সপ্তম দিন শুক্রবার ১ ঘণ্টা ১৯ মিনিট ১৪ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা শেষ করেন লন্ডনে ২০১২ অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী ওয়াং। ১ ঘণ্টা ১৯ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন তার স্বদেশি কাই জেলিন।
টানা দ্বিতীয় অলিম্পিকে পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতল চীনের অ্যাথলেটরা। তবে গতবারের সোনা জয়ী চেন ডিং এবার হয়েছেন ৩৯তম।   
এই ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিজের বাবাকে ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার ডেন বার্ড-স্মিথ। ২০ কিলোমিটার হাঁটায় দুটি অলিম্পিকে অংশ নিয়ে কোনো পদক জিততে পারেননি তার বাবা ডেভিড স্মিথ। আর ডেন তার প্রথম অলিম্পিকেই পদক গলায় ঝুলালেন।