রোয়িংয়ের দ্বিতীয় দিনে যুক্তরাজ্যের ডাবল

রিও গেমসের সপ্তম দিনে রোয়িংয়ে নিষ্পত্তি হওয়া চারটি ইভেন্টের দুটিতে সোনা জিতেছে যুক্তরাজ্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2016, 06:52 AM
Updated : 13 August 2016, 07:03 AM

গ্লোভার-স্ট্যানিংয়ের অপরাজেয় যাত্রা

পাঁচ বছর ও ৩৯ ম্যাচে অপরাজিত হেলেন গ্লোভার ও হিদার স্ট্যানিং রোয়িংয়ে মেয়েদের পেয়ারের ফাইনালে প্রত্যাশিত জয় পেয়েছে।

২০১২ লন্ডন অলিম্পিকের সোনা জয়ী এবং ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী এই ব্রিটিশ জুটির শুক্রবার সোনা নিশ্চিত করতে সময় লাগে ৭ মিনিট ১৮.২৯ সেকেন্ড।

১.২৪ সেকেন্ড সময় বেশি নিয়ে রুপা জিতেছে নিউ জিল্যান্ড। ডেনমার্ক জিতেছে ব্রোঞ্জ।

মেনস ফোর-এ যুক্তরাজ্যের টানা পঞ্চম

গ্লোভার-স্ট্যানিংয়ের সাফল্যের আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে রোয়িংয়ের মেনস ফোরে সোনা নিশ্চিত করে যুক্তরাজ্য।

এই নিয়ে এই ইভেন্টে টানা পঞ্চম অলিম্পিক সোনা জিতলো যুক্তরাজ্য। অস্ট্রেলিয়া রুপা ও ইতালি ব্রোঞ্জ জেতে।

পুরুষ লাইটওয়েট ডাবল স্কালস

রোয়িংয়ের পুরুষ লাইটওয়েট ডাবল স্কালসের সোনা জিতেছেন ফ্রান্সের পিয়েরে হোইন ও জেরেমি আজু।

আয়ারল্যান্ডের পল ও’ডনোভ্যান ও গ্যারি ও’ডনোভ্যান রুপা জিতে রোয়িংয়ে দেশকে প্রথম পদক এনে দিয়েছে। এবারের অলিম্পিকেও দেশটির এটা প্রথম পদক। ব্রোঞ্জ জিতেছে নরওয়ে।

ক্রোয়েশিয়ার দুই ভাই মার্তিন সিনকোভিচ ও ভালেন্ত সিনকোভিচের রোয়িং থেকে দেশকে প্রথম অলিম্পিক সোনা এনে দেওয়ার পর দিন এই ক্রীড়ায় আরেক দুই ভাইয়ের সাফল্যের সাক্ষী হলো রিও গেমস।

মেয়েদের লাইটওয়েট ডাবল স্কালস

রোয়িংয়ে মেয়েদের লাইটওয়েট ডাবল স্কালসে সোনা জিতেছে নেদারল্যান্ডসের ইলজা পাউলিস ও মাইকে হিড জুটি।

কানাডা রুপা ও চীন ব্রোঞ্জ পেয়েছে।