১৬ বছর পর আবার সোনা জিতলেন আরভিন

সেই ১৬ বছর আগে সিডনি অলিম্পিকে পেয়েছিলেন জলে বিশ্বের দ্রুততম মানবের খেতাব। রিও গেমসে আবার ৫০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতে সবাইকে অবাক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যান্থনি আরভিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2016, 04:40 AM
Updated : 13 August 2016, 04:40 AM

যুক্তরাস্ট্র সুইমিং দলের সবচেয়ে সবচেয়ে বয়স্ক সদস্য আরভিন সময় নিয়েছেন ২১.৪০ সেকেন্ড। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের ফ্লোরেন্ত মানাউদু এক সেকেন্ডের একশ ভাগের এক ভাগ সময় বেশি নিয়ে দ্বিতীয় হয়েছেন। যুক্তরাষ্ট্রের নাথান অ্যাড্রিয়ান পেয়েছেন ব্রোঞ্জ।

সবচেয়ে বেশি বয়সে ছেলেদের সাঁতারে ব্যক্তিগত সোনা জয়ের রেকর্ড গড়েছেন আরভিন। ৩৫ বছর বয়সী এই সাঁতারু নিজেও সোনা জয়ের কথা ভাবেননি।

“আমি অনেকটা হেসেছি। আমি আবার এটা করতে পারবো তা প্রায় অসম্ভব ছিল।”

২০০৩ সালে প্রতিযোগিতামূলক সাঁতার ছেড়ে দেওয়া আরভিন ২০১২ সালে লন্ডন অলিম্পিকের জন্য আবার ফিরেছিলেন।

২০০০ সালে জেতা সোনার পদকটা আরভিন বিক্রি করে দিয়েছিলেন ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য। চমক জাগিয়ে আবার একই ইভেন্ট থেকে তার হাতে এল আরেকটি সোনার পদক।

রিও অলিম্পিকে এটা অবশ্য আরভিনের দ্বিতীয় সোনার পদক। ৪*১০০ মিটার ফ্রিস্টাইলে যুক্তরাষ্ট্র দলের সঙ্গে পেয়েছিলেন প্রথমটি।