সাইক্লিংয়ের টিম স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখলো যুক্তরাজ্য

লন্ডন অলিম্পিকে সাইক্লিং ট্র্যাকের দলগত স্প্রিন্টে সোনা জয়ী দলের সদস্য ক্রিস হয়ের শূন্যতা বুঝতেই দিলেন না ক্যালাম স্কিনার। শেষ ল্যাপে দুর্দান্ত গতি তুলে নিউ জিল্যান্ডকে পেছনে ফেলে যুক্তরাজ্যের সোনা জেতায় ভূমিকা রাখেন এই তরুণ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 01:13 PM
Updated : 12 August 2016, 01:13 PM
 

শেষ ল্যাপে ২৩ বছর বয়সী স্কিনারের দারুণ পারফরম্যান্সে বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডকে ০.১০২ সেকেন্ডে পিছনে ফেলে সোনা নিশ্চিত করে যুক্তরাজ্য।

এই নিয়ে টানা তৃতীয় অলিম্পিকে এই ইভেন্টে সেরা হওয়া যুক্তরাজ্য বৃহস্পতিবার ৪২.৪৪০ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড গড়ে।

চার বছর আগে লন্ডনে রুপা জেতা ফ্রান্স অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে।