ক্যানু স্ল্যালমের শেষ সোনা স্পেনের মাইয়ালেনের

ক্যানু স্ল্যালমের শেষ ইভেন্ট মেয়েদের কায়াকের এককে সোনা জিতেছেন স্পেনের মাইয়ালেন কোউরাউত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 12:59 PM
Updated : 12 August 2016, 01:59 PM
নিউ জিল্যান্ডের লুকা জোনসের আগে কোর্স শেষ করেন তিনি। জোনসের রুপা এই ক্রীড়ায় নিউ জিল্যান্ডের প্রথম কোনো পদক।

অস্ট্রেলিয়ার জেসিকা ফক্স জেতেন ব্রোঞ্জ।

ক্ল্যানু স্ল্যালমে মেয়েদের ইভেন্ট এই একটিই।

ক্যানু ডাবলের সোনা স্লোভাকিয়ার

স্লোভাকিয়ার দুই কাজিন লাদিস্লাভ স্কান্তার ও পিতার স্কান্তার ক্যানু ডাবলের সোনা জিতেছেন।

ব্রিটেনের প্রতিযোগীদের চেয়ে আধ সেকেন্ডেরও কম সময়ে কোর্স শেষ করেছেন তারা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ফ্রান্স।

ক্যানু স্ল্যালমে কৃত্রিমভাবে তৈরি ঝঞ্ঝাক্ষুব্ধ জলাশয়ে নির্দিষ্ট কিছু গেটের ভেতর দিয়ে নৌকা চালিয়ে কোর্স শেষ করতে হয়। এই ক্রীড়ায় দুই ধরনের নৌকা ক্যানু ও কায়াক ব্যবহৃত হয়। ক্যানুর বৈঠার এক পাশটা চ্যাপ্টা। কায়াকের বৈঠার দুই প্রান্তই চ্যাপ্টা।

রিও অলিম্পিকে ক্ল্যানু স্ল্যালমের ইভেন্ট চারটি। ক্যানু একক ও ডাবল দুটোই কেবল পুরুষদের জন্য। আর কায়াকের দুটি একক ইভেন্টের একটি ছেলেদের আরেকটি মেয়েদের।

অলিম্পিকে স্থির পানিতে আর ক্যানু আর কায়াক চালনার ক্রীড়াও আছে। ক্যানু স্প্রিন্ট নামের এই ক্রীড়ায় আছে মোট ১২টি ইভেন্ট।