দলীয় এপে থেকে রিওর প্রথম সোনা রোমানিয়ার

চীনকে দাপটের সঙ্গে হারিয়ে ফেন্সিংয়ের মেয়েদের দলীয় এপের সোনা জিতেছে রোমানিয়ার মেয়েরা। রিও অলিম্পিকে এটাই দেশটির প্রথম স্বর্ণপদক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 07:56 AM
Updated : 12 August 2016, 08:43 AM
ফেন্সিংয়ে কোনো দলীয় ইভেন্টেও এটা রোমানিয়ার প্রথম সোনা।

শীর্ষ বাছাই চীনকে ৪৪-৩৮ পয়েন্টে হারায় রোমানিয়া। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে রাশিয়া।

ফেন্সিংয়ে ৩টি ডিসিপ্লিনে তিন রকম তলোয়ার ব্যবহার করা হয়। এপে অপেক্ষাকৃত লম্বা ও ভারী। পয়েন্ট পাওয়া যায় এর কেবল আগা দিয়ে প্রতিপক্ষের শরীরের যে কোনো জায়গায় ছোঁয়া লাগাতে পারলে।

ফয়েল তুলনামূলক ছোটো ও হালকা। কেবল আগা দিয়ে প্রতিপক্ষের মাথা ও হাত ছাড়া শরীরের উপরের সামনের অংশে ছোঁয়া লাগতে পারলে পয়েন্ট মেলে।

সেইবারও তুলনামূলক হালকা। বেল্টের উপর যে কোনো জায়গায় তলোয়ারের যে কোনো অংশ লাগাতে পারলে পয়েন্ট পাওয়া যায়।