রোয়িংয়ে জার্মানদের দাপট

রিও অলিম্পিকের ষষ্ঠ দিনে রোয়িংয়ে নিষ্পত্তি হয়েছে ছয়টি সোনার, যার দুটি পেয়েছে জার্মানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 07:37 AM
Updated : 12 August 2016, 01:18 PM

পুরুষ কুয়াড্রুপল স্কালস

চার দাঁড়ির আট বৈঠার নৌকাচালনার কুয়াড্রুপল স্কালস ইভেন্টে সোনা জিতেছে লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন জার্মানি।

জার্মান দলের সময় লেগেছে ৬ মিনিট ৬.৮১ সেকেন্ড। ১.১৫ সেকেন্ড বেশি সময় নেওয়া অস্ট্রেলিয়া রুপা এবং এস্তোনিয়া ব্রোঞ্জ পদক পেয়েছে।

মেয়েদের কুয়াড্রুপল স্কালস

পুরুষ দলের মতো মেয়েদের কুয়াড্রুপল স্কালস ইভেন্টেও সোনা জিতেছে জার্মানি।

শেষ দিকে দারুণ জমে ওঠা প্রতিযোগিতায় নেদারল্যান্ডসকে পেছনে ফেলে জার্মানি।

প্রতিযোগিতায় বেশিরভাগ সময় ধরে এগিয়ে থাকা পোল্যান্ড শেষ পর্যন্ত ব্রোঞ্জ পেয়েছে।

মেয়েদের ডাবল স্কালস

মেয়েদের ডাবল স্কালসে বেশিরভাগ সময় এগিয়ে থেকে সোনা জয়ের পথেই ছিল যুক্তরাজ্যের ক্যাথেরিন গ্রেইঞ্জার ও ভিক্টোরিয়া থর্নলি জুটি। কিন্তু শেষ ১০০ মিটারে দুর্দান্ত গতিতে তাদের পিছনে ফেলে পোল্যান্ডের মাগদালেনা কজলোভস্কা ও নাতালিয়া মাদাই জুটি। লিথুয়েনিয়া পেয়েছে ব্রোঞ্জ।

ছেলেদের ডাবল স্কালস

ক্রোয়েশিয়ার দুই ভাই মার্তিন সিনকোভিচ ও ভালেন্ত সিনকোভিচ রোয়িং থেকে দেশকে প্রথম অলিম্পিক সোনা এনে দিয়েছে।

লিথুয়েনিয়ার জুটিকে পেছনে ফেলেছে তারা। নরওয়ে জিতেছে ব্রোঞ্জ।

পুরুষ কক্সলেস পেয়ার

পুরুষ কক্সলেস পেয়ারে নিজেদের আধিপত্য ধরে রেখেছে নিউ জিল্যান্ডের এরিক মারে ও হ্যামিশ বন্ড জুটি। রিও গেমসে বৃহস্পতিবার এই ইভেন্টে সোনা জিতেছে তারা।

২০১২ লন্ডন গেমসেও এই ইভেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল মারে-বন্ড জুটি।

এই জয়ে রোয়িংয়ের ইতিহাসে মারে-বন্ড জুটি অন্যতম সেরার জুটির কাতারে উঠে এল।

দক্ষিণ আফ্রিকা রুপা ও ইতালি ব্রোঞ্জ পেয়েছে।

স্কালসে যেখানে অ্যাথলেটরা দুই হাতে দুই বৈঠা মারেন। কক্সলেসে এক অ্যাথলেট দুই হাতে একটি বৈঠাই ধরেন।

পুরুষ কক্সলেস লাইটওয়েট ফোর

রোয়িংয়ের পুরুষ কক্সলেস লাইটওয়েট ফোরে সোনা জিতেছে সুইজারল্যান্ড। ডেনমার্ক রুপা আর ফ্রান্স ব্রোঞ্জ পদক জিতেছে।