মারফির ডাবল

১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর ২০০ মিটারেও সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের রায়ান মারফি। এই ইভেন্টে সেই ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক থেকে টানা ছয়টি সোনা জিতল যুক্তরাষ্ট্রের সাঁতারুরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 05:07 AM
Updated : 12 August 2016, 08:48 AM
এক মিনিট ৫৩.৬২ সেকেন্ড সময় নেন ২১ বছর বয়সী মারফি, যা এ বছরের মধ্যে দ্রুততম। বিশ্ব চ্যাম্পিয়ন মিচ ল্যার্কিন রুপা পেয়েছেন। রাশিয়ার এভজেনি রাইলভ হয়েছেন তৃতীয়।

গেমসের তৃতীয় দিন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে মারফি সোনা জিতেছিলেন অলিম্পিক রেকর্ড গড়ে। ২০০ মিটারে তা না পারলেও বেশি খুশি প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেওয়া এই সাঁতারু।

“এটা জেতা খুবই কষ্টের কিন্তু আমি জিততে চেয়েছিলাম। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে আমি স্বচ্ছন্দ। ২০০ মিটার ব্যাকস্ট্রোক এমন একটা ইভেন্ট যার জন্য আমাকে খাটতে হয়েছে। এই পদক আমার জন্য একটু বেশি কিছু।”