এক ইভেন্টে দুই সোনা

সোনার পদক গলায় ঝোলালেন দুই জনই; বাজলো দুই দেশের জাতীয় সঙ্গীত। ইভেন্ট একটাই; মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে একই সঙ্গে সাঁতার শেষ করেন যুক্তরাষ্ট্রের সিমন ম্যানুয়েল ও কানাডার পেনি ওলেকজিয়াক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 03:36 AM
Updated : 12 August 2016, 08:56 AM

রিও গেমসের ষষ্ঠ দিনে দুই জনই সময় নেন ৫২.৭০ সেকেন্ড। আগে নাম দেখে উচ্ছ্বাস করছিলেন ম্যানুয়েল। খানিকটা পরে টের পান ওলেকজিয়াক। তারপর সুইমিংপুলেই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ ভাগ করেন নেন দুই সাঁতারু্।

নিয়ম অনুযায়ী রুপার পদক আর কারও পাওয়া হয়নি। সুইডেনের তারকা সাঁতারু সারা সুস্ট্রোম ৫২.৯৯ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ।

প্রথম ৫০ মিটারে সপ্তম অবস্থানে ছিলেন ওলেকজিয়াক। তাই সাঁতার শেষে ১৬ বছর বয়সী এই সাঁতারু ধরে নিয়েছিলেন সবার আগে শেষ করতে পারেননি।

“সোনার পদকে টাই হওয়াটা দারুণ। আমি কখনও ভাবিনি আমি জিতব। সে এটা আমার চেয়ে বেশি দাবিদার।”

হতাশ করেছেন অস্ট্রেলিয়ার ক্যাম্পবেল বোনেরা। বিশ্ব চ্যাম্পিয়ন ব্রনটি চতুর্থ আর বিশ্বরেকর্ডের অধিকারী কেইট প্রথম ল্যাপে সবার চেয়ে এগিয়ে থেকেও ষষ্ঠ স্থান পান।