শিরোপা ধরে রেখে ইতিহাস হ্যারিসনের

অলিম্পিকের ইতিহাসে প্রথম জুডোকা হিসেবে মেয়েদের ৭৮ কেজি ওজনশ্রেণিতে একাধিক সোনার পদক জয়ের কীর্তি গড়েছেন যুক্তরাষ্ট্রের কেইলা হ্যারিসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 02:39 AM
Updated : 12 August 2016, 12:07 PM
রিও গেমসের ষষ্ঠ দিনে ফাইনালে ফ্রান্সের অদ্রে চেমেউকে হারিয়ে এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখেন লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন হ্যারিসন।

স্লোভেনিয়ার আনামারি ভেলেনসেক ও ব্রাজিলের মায়রা আগিয়ার ব্রোঞ্জ জেতেন।

প্রতিদান দিলেন লুকাস

উদ্বোধনী অনুষ্ঠানে চেক প্রজাতন্ত্রের পতাকা ছিল লুকাস ক্রপালেকের হাতে। দেশের কাছ থেকে পাওয়া সম্মানের প্রতিদানটা দিলেন এই জুডোকা। জুডোর পুরুষ ১০০ কেজিতে আজারবাইজানের এলমার গাসিমোভকে হারিয়ে দেশকে রিও অলিম্পিকের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।

জাপানের রিউনোসুকে হাগা ও ফ্রান্সে সিরিলে মারেত জিতেছেন ব্রোঞ্জ।