সমর্থকদের ভালোবাসা চান নেইমার

ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরতে আহবান জানিয়েছেন দেশটির অধিনায়ক নেইমার। রিও অলিম্পিক ফুটবলে দলের সেরা পারফরম্যান্সের জন্য সমর্থকদের উৎসাহ প্রয়োজন আছে বলে মনে করেন তারকা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 06:14 PM
Updated : 15 August 2016, 03:14 PM

এখনও অধরা থেকে যাওয়া অলিম্পিক সোনার পদকের অভিযানে নামা ব্রাজিল প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করার পর গ্রুপ পর্ব থেকেই স্বাগতিকদের ছিটকে পড়ার শঙ্কা দেখা দিয়েছিল।

রিও গেমসের পঞ্চম দিনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে হওয়া ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নেয় নেইমাররা।

ম্যাচ শেষে বার্সেলোনার তারকা নেইমার বলেন, “আমরা শুরু থেকেই জিততে চেয়েছিলাম, কিন্তু কখনও কখনও আশানুরূপ ফল আসে না।”

“আমি জানি এটা কঠিন, কিন্তু আমি সমর্থকদের ধৈর্য ধরতে আর সমালোচনা না করতে বলছি। আমাদের সমর্থন করুন কারণ, এটাই আমাদের প্রয়োজন; মানুষের ভালোবাসা আর সাহায্য প্রয়োজন আমাদের।”