মেসি-নেইমার-সুয়ারেসের বিকল্প নিবে বার্সা

লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমারকে নিয়ে গড়া বার্সেলোনার আক্রমণত্রয়ী বিশ্বের অন্যতম সেরা। দলের আক্রমণভাগকে আরও সমৃদ্ধ করতে এবং এই ত্রয়ীর বিকল্প হিসেবে মৌসুম শুরুর আগে আরও একজন ফরোয়ার্ড কিনতে চায় কাতালান ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 01:55 PM
Updated : 11 August 2016, 01:55 PM

কাম্প নউয়ে গত বুধবার জন গাম্পার ট্রফিতে মেসির জোড়া গোলে সাম্পদোরিয়াকে ৩-২ ব্যবধানে হারায় বার্সেলোনা। এই ম্যাচের পর বার্সেলোনার ক্রীড়া পরিচালক রবের্ত ফের্নান্দেস আরেকজন ফরোয়ার্ড কেনার ঘোষণা দেন।

টিভি থ্রিকে ফের্নান্দেস বলেন, “আমরা আরেকজন ফরোয়ার্ড কিনব। … দলের ভালোর জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নেব আমরা। লিগ মৌসুম শুরুর আগেই এটা করতে চাই আমরা।”

এর আগে বার্সেলোনা কোচ লুইস এনরিকেও জানিয়েলেন, পুরোদস্তুর একজন স্ট্রাইকার দলে ভিড়িয়ে আক্রমণভাগকে আরও সমৃদ্ধ করতে চান।

ফের্নান্দেস বলেন, “এ নিয়ে লুইস এনরিকের সঙ্গে অনেক আলোচনা করতে হবে আমাদের এবং দেখতে হবে কাউকে ছাড়তে হয় কিনা। আমরা তাদের (খেলোয়াড়দের) সর্বোচ্চ ভালোটা আশা করছি, কিন্তু আমরা উন্নতিও করতে চাইছি।”