লন্ডনের কষ্ট ভুলে রিওতে সোনা জিতলেন ডিং নিং

লন্ডন অলিম্পিকে ফাইনালে রেফারির সঙ্গে বিবাদে জড়ানোর পর চোখের জলে ডিং নিং রুপাই মেনে নিতে হয়েছিল। রিও দে জেনেইরো অলিম্পিকে টেবিল টেনিসে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে আবারও কান্নায় ভেঙে পড়লেন তিনি; তবে এবার তা সোনা জিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 12:50 PM
Updated : 11 August 2016, 12:50 PM

এই ইভেন্টের সোনা অবশ্য চীনের ঝুলিতেই যেত। রিও গেমসের পঞ্চম দিন বুধবারে ডিংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে রুপা পাওয়া লি শিয়াওশিয়াও যে চীনের। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে এই লির কাছে হেরেই সোনার স্বপ্ন গুঁড়িয়েছিল ডিংয়ের।

ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের পর চীনের ২৬ বছর বয়সী এই টেবিল টেনিস খেলোয়াড়কে ফিরে তাকাতে হয়েছে চার বছর আগের সেই ঘটনার দিকেও।
“আমি মনে করি, চার বছর আগের চেয়ে আমি এখন আরও পরিপক্ক। মনে হচ্ছে, আজকের ফাইনালে আমরা দুজনই খুব উঁচু মানের খেলা উপহার দিয়েছি।”