৫০ মিটার পিস্তলে জিনের টানা তৃতীয় সোনা

বাদ পড়ার কাছাকাছি গিয়ে ফিরে এসে ৫০ মিটার পিস্তলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার জি জং-ওহ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 10:43 AM
Updated : 11 August 2016, 10:43 AM

এই ইভেন্টে ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও সোনা জেতেন পিস্তল শুটিংয়ে অন্যতম সেরা এই শুটার। লন্ডনে তিনি পেয়েছেন ১০ মিটার এয়ার পিস্তলেরও সোনা।

রিও গেমসের পঞ্চম দিনে হওয়া এই ইভেন্টের শেষ রাউন্ডগুলোতে ঘুরে দাঁড়িয়ে ভিয়েতনামের সুয়ান ভিন হোয়াংকে পেছনে ফেলেন শীর্ষ বাছাই ৩৬ বছর বয়সী জিন।
রিও গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সেরা হয়ে ভিয়েতনামকে তাদের ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা এনে নেওয়া হোয়াং এই ইভেন্টে জিতেছেন রুপা। উত্তর কোরিয়ার কিম সং গুক ব্রোঞ্জ জিতেছেন।