অলিম্পিকে ‘অলিম্পিক দলের’ প্রথম সোনা

রিও গেমসে পুরুষ ডাবল ট্র্যাপ শুটিংয়ে অলিম্পিক দলের প্রথম অ্যাথলেট হিসেবে সোনা জয়ের কীর্তি গড়েছেন ফেহাইদ আলদিহানি। তবে সাফল্যটা নিজ দেশ কুয়েতের হয়ে না হওয়ায় ব্যাথিত এই শুটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 02:35 AM
Updated : 16 Oct 2016, 12:13 PM
কুয়েতের জাতীয় অলিম্পিক কমিটিতে সরকার হস্তক্ষেপ করায় গত বছর দেশটিকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এ কারণেই রিও দে জেনেইরোর এবারের অলিম্পিকে দেশের হয়ে নয়, অলিম্পিক পতাকাতলে খেলছেন আলদিহানি।

বুধবার ফাইনালে ৪৯ বছর বয়সী আলদিহানি ৩০ শটের মধ্যে ২৬ বার ছোট্ট কমলা রংয়ের উড়ান্ত টার্গেটে হিট করেন। রুপা জেতা ইতালির মার্কো ইন্নোসেন্তি ২৪ বার হিট করেন।

ব্রোঞ্জ জেতেন ব্রিটেনের স্টিভেন স্কট।

সোনা জয়ের পর আবেগাপ্লুত আলদিহানি বলেন, “পোডিয়ামে আমার অনুভূতি কি ছিল, আমি বোঝাতে পারব না। আমি সোনা জিতছি, ক্রীড়ার সবচেয়ে বড় অর্জন, কিন্তু আমার দেশের পতাকা তুলে ধরা ছাড়াই। এটা আমাকে সত্যিই কষ্ট দিচ্ছে, আমি কান্না চেপে রাখতে পারছি না।”

২০০০ সালে সিডনিতে ডাবল ট্র্যাপে ব্রোঞ্জ জিতে কুয়েতের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিক পদক জয়ের ইতিহাস গড়েন আলদিহানি। লন্ডনেও একটি ব্রোঞ্জ পদক জেতেন তিনি।