টানা ৩ সেটে হেরে বিদায় তিরন্দাজ শ্যামলীর

৬৪ জন থেকে সেরা বত্রিশে ওঠা হলো না শ্যামলী রায়ের। মেয়েদের আর্চারির ব্যক্তিগত ইভেন্টের প্রথম এলিমিনেশনস রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের এই তিরন্দাজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2016, 07:19 PM
Updated : 11 August 2016, 07:36 AM

গেমসের পঞ্চম দিনে বাংলাদেশ সময় বুধবার রাতে মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর কাছে ৬-০ পয়েন্টে হারেন শ্যামলী।

প্রথম সেটে প্রতিদ্বন্দ্বিতা করে ২৮-২৭ স্কোরে হারেন শ্যামলী। দ্বিতীয় সেটে আর ঘুরে দাঁড়াতে পারেননি; হেরে যান ২৮-২৩ স্কোরে। তৃতীয় সেটে হারেন ২৮-২৫ স্কোরে।

অলিম্পিকে নিজের সেরা স্কোর ছাপিয়ে যাওয়ার লক্ষ্য এর আগে র‌্যাংকিং রাউন্ডে পূরণ করতে পারেনি শ্যামলী। ৭২০-এর মধ্যে ৬০০ স্কোর গড়ে ৬০ জনের মধ্যে ৫৩তম হন তিনি।

২০১৫ সালে ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গড়া ৬১৮ স্কোর শ্যামলীর সেরা।

ভালো স্কোর করতে পারলে শ্যামলী তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতেন সেরা বত্রিশে ওঠার লড়াইয়ে। কিন্তু তা না হওয়ায় তাকে খেলতে হয় র‌্যাংকিং রাউন্ডে দ্বাদশ হওয়া বায়ার্দোর বিপক্ষে।